Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা, ডিজিটাল কার্যক্রম ব্যাহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা, ডিজিটাল কার্যক্রম ব্যাহত

লন্ডনে সেপাহ ব্যাংকের একটি নেমপ্লেট। ছবি: রয়টার্স

ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেই মঙ্গলবার তেহরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এ হামলা ব্যাংটির ডিজিটাল পরিকাঠামো অচল করে দেয়, বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি। 

সংস্থাটি জানায়, একটি সাইবার হামলা সেপাহ ব্যাংকের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে, যার ফলে ব্যাংকের অনলাইন সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে।

হামলার পর ব্যাংকের মোবাইল অ্যাপ, অনলাইন লেনদেন এবং ওয়েবসাইটে সেবাগ্রহীতারা প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তবে ব্যাংকের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, সমস্যাটি ‘কয়েক ঘণ্টার মধ্যে সমাধান’ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের সাইবার হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষ কেবল সামরিক বা আকাশপথেই সীমাবদ্ধ থাকছে না, বরং এখন তা সাইবার জগতে প্রবেশ করেছে।

ইতোমধ্যেই ইরান একাধিকবার অভিযোগ করেছে, বিদেশি রাষ্ট্রগুলো তাদের পরমাণু, সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাইবার হামলা চালাচ্ছে। তবে এ সেপাহ ব্যাংক হামলার পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম