Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরানে হামলা চালিয়ে কী লক্ষ্য অর্জন করতে চান নেতানিয়াহু?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:১৬ পিএম

ইরানে হামলা চালিয়ে কী লক্ষ্য অর্জন করতে চান নেতানিয়াহু?

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে, তা দিয়ে ‘মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়া হচ্ছে’—যা ইরানের ভেতরেও ‘মূলগত পরিবর্তন’ আনতে পারে।

নেতানিয়াহু তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরেছেন: 

  • ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা

  • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নিশ্চিহ্ন করা

  • ইরানের মদদপুষ্ট সন্ত্রাসী চক্র—যাকে তিনি ‘Axis of Terrorism’ বলেছেন—তাদের নির্মূল করা

তিনি বলেন, এ লক্ষ্যগুলো অর্জনে আমরা প্রয়োজনীয় সবকিছু করব, এবং এতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি।

এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও হত্যা করার সম্ভাবনা তিনি নাকচ করেননি।

নেতানিয়াহুর মতে, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরাইলের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ এবং এ হুমকি প্রতিরোধ করাই ইসরাইলের বর্তমান সামরিক অভিযানের মূল উদ্দেশ্য।

এ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষত যখন সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আল–জাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুর দিকে ইরান প্রতিটি হামলায় একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়লেও, গত দুই দিনে সেই সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম