Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের প্রথম শীর্ষ নেতার আত্মীয়রা থাকতেন ভারতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:০৮ পিএম

ইরানের প্রথম শীর্ষ নেতার আত্মীয়রা থাকতেন ভারতে

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে পুরো বিশ্বে তোলপাড়। ইরানে হামলা করেছে ইসরাইল। প্রতিবাদে পাল্টা হামলা করছে ইরানও। দুই দেশের রাজনৈতিক এই সংকটের মধ্যেই আলোচনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। 

১৯৭৮-৭৯ সালে ইরানি বিপ্লবের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ইরানের এই ইসলামী বিপ্লবের জনক ছিলেন রুহুল্লা মুসাভি খামেনি। বিপ্লবের পর তিনিই ছিলেন সে দেশের সর্বোচ্চ নেতা। যার সঙ্গে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার কিন্টুর গ্রামে আত্মার সম্পর্ক।

১৮০০ সালের দিকে রুহুল্লা খামেনির দাদা সৈয়দ আহমদ মুসাভি হিন্দির জন্ম হয় লখনউ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকির ছোট্ট গ্রাম কিন্টুরে। তার আগের প্রজন্ম ইরান থেকে ভারতে এসেছিল। কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের সঙ্গে সঙ্গেই মুঘল সাম্রাজ্যের প্রভাব ফিকে হতে শুরু করে।

সেই সন্ধিক্ষণেই ১৮৩০ সালে কিন্টুর থেকে ইরাকের নাজাফের উদ্দেশে রওনা দেন সৈয়দ। শিয়া মুসলিমদের কাছে নাজাফ অন্যতম পবিত্র শহর। হযরত মোহাম্মদ (স) এর জামাতা ইমাম আলির সমাধিক্ষেত্র সেটি। ইমামের সমাধিক্ষেত্র দেখতেই নাজাফ পৌঁছান সৈয়দ। কিন্তু সেখান থেকে আর ফেরেননি তিনি।তবে খামেনির দাদু আজীবন তার পদবিতে ‘হিন্দি’ শব্দটি ব্যবহার করে গিয়েছেন। ভারতের সঙ্গে নাড়ির টান বোঝাতে পদবিতে এটি ব্যবহার করতেন তিনি। এমনকি ইরানের সরকারি রেকর্ডে আজও তার নামের পাশে ‘হিন্দি’ লেখা রয়েছে।

এর কয়েক বছরের মধ্যেই ইরানের খামেন শহরে আশ্রয় নেন তিনি। সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন, সন্তান হয় তাদের। ইরানের শিয়া ধর্মাবলম্বীদের মধ্যে ভালোই পরিচিত হয়ে ওঠেন সৈয়দ। ১৮৬৯ সালে মারা যান সৈয়দ। কারবালায় সমাধিস্থ করতে হয় তাকে। কিন্তু তার আদর্শ আজও বহন করেছে ইরানের শিয়া সমাজের বড় অংশ। পরবর্তী সময়ে ইরানের ভিত্তিও গড়ে ওঠে সেই আদর্শের উপরই। সৈয়দের ছেলে মুস্তাফা হিন্দির ছেলেই প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহল্লাহ খামেনি। ১৯০২ সালে রুহল্লাহর জন্ম হয়।

তিনি ইসলামি বিপ্লবের জনক এবং দেশের প্রথম সর্বোচ্চ শাসক। ছয়ের দশকে পশ্চিমি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন রুহল্লাহ। শাহ মোহাম্মদ রেজার পেহলবির ঘোর সমালোচক ছিলেন তিনি। বলা হয়, দাদুর সঙ্গে দেখা না হলেও সৈয়দের বিচারবুদ্ধির ধারক ও বাহক হয়ে ওঠেন রুহল্লাহ। ১৯৭৯ সালে পেহলবির পতন ঘটলে রুহল্লাহকে সামনে রেখেই বিপ্লব শুরু হয় ইরানে। 

ইরানের বর্তমান সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলি খামেনির জন্ম ১৯৩৯ সালে। ভারত নিয়ে সেভাবে ব্যক্তিগত মতামত প্রকাশ করেন তিনি। তবে ইরানের অভিজাত মহলে তার ভারত-সংযোগ নিয়ে চর্চা শোনা যায়। এই মুহূর্তে পৃথিবীর নজর ইরানের দিকে। যে কোনও মুহূর্তে পৃথিবীর ভূরাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলেও আশঙ্কা।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম