Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ঘরছাড়া ৮ হাজারের বেশি ইসরাইলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ঘরছাড়া ৮ হাজারের বেশি ইসরাইলি

ছবি : সংগৃহীত

ইসরাইলের চালানো হামলার জবাব দিচ্ছে ইরান। তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সে সব ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দেশটির বহুতল ভবনে। আর এমন পরিস্থিতিতে মৃত্যু ভয়ে ঘর ছেড়েছেন ইসরাইলের ৮ হাজারেরও বেশি বাসিন্দা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে এমন তথ্য।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে ৮,০০০ এরও বেশি ইসরাইলি বাস্তুচ্যুত হয়েছে। ইসরাইলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিল ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে এমন তথ্য  জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবন বা যানবাহনের ক্ষতিপূরণের জন্য প্রায় ৩০ হাজার অনুরোধ করা হয়েছে তাদের কাছে।

এদিকে অষ্টম দিনেও তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুক্রবারও তেহরানে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম আসরিরান জানিয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রীয় গিশা জেলার একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে একটি ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম