Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

‘ইসরাইল হামলা অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেবে ইরান’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

‘ইসরাইল হামলা অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেবে ইরান’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। খবর আল-জাজিরার।

ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব, যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে।


তিনি আরও বলেন, যদি ইসরাইল তা না করে, তাহলে ইরান বাধ্য হবে এমন প্রতিক্রিয়া জানাতে যা আগের সবকিছুকে ছাড়িয়ে যাবে।


গত ১৩ জুন ইসরাইল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় একতরফা হামলা শুরু করে। এর পাল্টা জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস’ নামে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইতোমধ্যেই শতাধিক ইসরাইলি ও শত শত ইরানি নিহত হয়েছেন।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম