Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, আহত ১৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:০২ পিএম

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, আহত ১৭

ইসরাইলের হাইফায় ইরানের হামলায় ধোঁয়া উড়ছে। ছবি এক্স থেকে নেওয়া

ইসরাইল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর এএফপির।

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।

আল-জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডলে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহতদের মধ্যে ১৬ বছর বয়সি এক তরুণের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে এমডিএ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৬ বছর বয়সি তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সি ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম