ইসরাইলি ড্রোন হামলায় ইরানে মা-ছেলে নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের কেরমানশাহ প্রদেশে ইসরাইলি ড্রোন হামলায় মা ও ছেলে নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যমের বরাতে সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের প্রেস টিভি এবং সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরাইলি ড্রোন হামলায় একজন ইরানি মা এবং তার ছয় বছরের ছেলে নিহত হয়েছে।
কেরমানশাহের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বাবা এবং অন্য এক শিশুও আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফার্স বলছে, ২১ জুন একটি ট্রাক এবং একটি যাত্রীবাহী গাড়িতে হামলার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
গত ১৩ জুন ইসরাইলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানে কয়েক ডজন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
