Logo
Logo
×

আন্তর্জাতিক

তেলের বাজারে আগুন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধসের ইঙ্গিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:২৬ এএম

তেলের বাজারে আগুন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধসের ইঙ্গিত

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম রবিবার বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৭ ডলারে, যা ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি।

তেলের এই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারের দাম ০ দশমিক ৬ শতাংশ কমেছে। মার্কিন ট্রেজারি বন্ডের দামও সামান্য কমেছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা গত এক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। কখনো যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে, আবার কখনো উত্তেজনা কমে যাওয়ায় তা কমছে।

বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলোর একটি ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, ‘হরমুজ প্রণালী’-এর পাশেই অবস্থিত। এই প্রণালীর মাধ্যমেই বিশ্বের বড় একটি অংশের জ্বালানি তেল পরিবহন হয়। 

এই প্রণালী গতকাল বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইরান। আর তাতেই তেলের বাজারে রীতিমতো আগুন লেগে গেছে। আর এর প্রভাবটা এখনই টের পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা করা হচ্ছে এবার। 

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম