Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ‘ভিত্তিহীন’: পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৬:০০ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ‘ভিত্তিহীন’: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করছেন। সোমবার ক্রেমলিনে। ছবি: সিএনএন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে বলেন, ইরানের ওপর চালানো হামলা ছিল ‘একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’। খবর আনাদোলু এজেন্সির।  

১৩ জুন থেকে ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। ইসরাইল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিস্ময়কর হামলা চালালে, জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে।

এরপর রোববার ভোরে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘বড় ধরনের ধ্বংসযজ্ঞ ও সফল অভিযান’ বলে উল্লেখ করেছেন।

পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী, ভালো ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা ইরানি জনগণের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে সবরকম চেষ্টা করে যাচ্ছি।


তিনি ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। 

পুতিন আরাগচিকে আরও বলেন, আপনার আজ মস্কো সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে করে আমরা এ সংকট নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারব এবং একসঙ্গে সমাধানের পথ খুঁজতে পারব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রতিদিনই বাড়ছে এবং এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো।

তিনি রাশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং সাম্প্রতিক বছরগুলোতে তা কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে চলছে। 

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম