Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরাইল যুদ্ধে কে জিতল?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম

ইরান-ইসরাইল যুদ্ধে কে জিতল?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: আল-জাজিরা

ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছিল ইসরাইল। প্রধান লক্ষ্য ছিল — ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যুক্তরাষ্ট্রও ইরানের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করার দাবি তুলেছিল। কিন্তু এ দুই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্রাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগেই ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছিল। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরাইলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

আসলানি বলেন, ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয়।

ইরান এখনো যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না। কারণ হিসেবে উঠে এসেছে ইসরাইলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস — গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরাইল।  

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম