Logo
Logo
×

আন্তর্জাতিক

১২ দিনের ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা জানাল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:২৭ এএম

১২ দিনের ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা জানাল ইরান

ছবি: মেহের নিউজ

গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল সংঘাতের অবসান হয়েছে ২৪ জুন। টানা ১২ দিনের এ সংঘাতে তথা ইসরাইলি বাহিনীর সামরিক আগ্রাসনে ইরানে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল শেষ ২৪ ঘণ্টাতেই নিহত হন ১০৭ জন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দির বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের বুধবার এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রী জানান, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০৬ জন ইরানি শহীদ হয়েছেন এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের ২৪ ঘণ্টা ছিল সবচেয়ে ভয়াবহ, এই সময়ে শহীদ হয়েছেন ১০৭ জন এবং আহত হয়েছেন ১,৩৪২ জন। 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শহীদদের ৯৫ শতাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। আর মাত্র ৫ শতাংশ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

এদিকে গত দুই সপ্তাহে ইসরাইলি হামলার কারণে ঝুঁকিপূর্ণ তিনটি হাসপাতাল খালি করে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে বলেও জানান জাফারকান্দি।

ইসরাইলি বাহিনী গত ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে একটি অপ্ররোচিত সামরিক অভিযান শুরু করে। যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলো। এতে বহু শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক শহীদ হন।

এ হামলার পরই ইরানি প্রতিরক্ষা বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ফোর্স পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর অংশ হিসেবে তারা ২২টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যা ইসরাইল অধিকৃত বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় এবং এতে ২৮ জন নিহত হয়।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম