Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি সেনাদপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম

ইসরাইলি সেনাদপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত ইসরাইলি সামরিক কমান্ড ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সামরিক শাখা কুদস ব্রিগেড।  বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি। 

এক বিবৃতিতে কুদস ব্রিগেড জানায়, তারা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলাটি সেখানে সরাসরি আঘাত করেছে। 

আরেক বিবৃতিতে আল-কুদস ব্রিগেড জোর দিয়ে বলেছে, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সঙ্গে ‘শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডস’- এর সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের উত্তরে ইসরাইলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

এছাড়া খান ইউনিসের কেন্দ্রস্থলে একটি ইসরাইলি ট্যাংক ধ্বংসের ঘোষণা দিয়েছে কুদস ব্রিগেড।  সূত্র: মেহের নিউজ এজেন্সি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম