Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমা সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রাখে ইসরাইল: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৬ এএম

পশ্চিমা সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রাখে ইসরাইল: ইরান

ক্ষুধার্ত গাজাবাসী। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের অবরোধ ও পশ্চিমা অস্ত্রের মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসমাইল বাঘাই লেখেন, ‘ইসরাইল পশ্চিমা অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করে, পশ্চিমা সম্মতিতে অনাহারে রাখে এবং যুক্তরাষ্ট্রের ভেটো এবং পশ্চিমা মদদে জবাবদিহিতা এড়িয়ে যায়। ’

তিনি লেখেন, ‘ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। আর কোনো ফাঁকা কথা নয়। আর কোনো দ্বিমুখী মানদণ্ড নয়।  গাজার নিরীহ মানুষকে অনাহার এবং গণহত্যা থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া আমাদের সকলের দায়িত্ব।’

তিনি আরও লেখেন, ‘পাশাবিক ইসরাইলি অপরাধীদের লাগাম টেনে ধরতে হবে এবং তাদের নৃশংস ও জঘন্য অপরাধের বিচার করতে হবে।’

সবশেষ বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫৩ মানুষ, এর ফলে ভূখণ্ডটিতে ইসরাইলের গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই এক হাজার ৮৩ জন নিহত এবং ৭ হাজার ২৭৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

সূত্র: মেহের নিউজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম