Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

সমালোচনার মুখে কথা ঘুরালেন নেতানিয়াহু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমালোচনার মুখে কথা ঘুরালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচনার ধাক্কায় নিজের কথাও বদলে ফেলেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজা দখল করতে যাচ্ছি না, আমদের লক্ষ্য হলো গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করা।’

‘গাজাকে অসামরিকীকরণ করা হবে এবং সেখানে একটি শান্তিপূর্ণ বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সরকার, যার প্রতিনিধিরা কেউ প্যালেস্টাইনিয়ান অথরিটি, হামাস কিংবা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের হবে না। আমাদের লক্ষ্য পূরণ হলে একদিকে যেমন আমাদের জিম্মিদের উদ্ধার করা সহজ হবে, তেমনি অন্যদিকে গাজা আর ইসরাইলের জন্য হুমকি হিসাবে থাকবে না।’

যুক্তরাষ্ট্রের সমর্থনে গত প্রায় দুই বছর ধরে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। এবার পুরো গাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা হাতে নিয়েছে নেতানিয়াহু সরকার। গত বৃহস্পতিবার সামরিকভাবে গাজার দখল নিতে নিজের ইচ্ছার কথা জানান নেতানিয়াহু।

পরদিন শুক্রবার গাজা সিটির (গাজার একটি শহর) পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরাইলের মন্ত্রিসভা। এরপর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনা ও বিতর্ক আরও জোরালো হয়। ইসরাইলের বিরোধী দলগুলোর পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলোও এ পরিকল্পনায় অসন্তোষ জানায়।

ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত জানায় জার্মানি। শুক্রবার এক ঘোষণায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলে রপ্তানির অনুমতি দেবে না জার্মান সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরাইলের মন্ত্রিসভার আক্রমণাত্মক সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে ইসরাইল সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ইসরাইলের পরিকল্পনাকে বিপর্যয়ে থাকা ফিলিস্তিনিদের আরও ঝুঁকিতে ফেলার পরিকল্পনা হিসাবে অভিহিত করেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, যথেষ্ট হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম