গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে ‘আধুনিক রক্ত অপবাদ’ বললেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জাতিসংঘের গাজায় দুর্ভিক্ষ ঘোষণাকে সরাসরি অস্বীকার করে একে ‘মিথ্যা’ ও ‘আধুনিক রক্ত অপবাদ’ বলে অভিহিত করেছে।
শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
‘রক্ত অপবাদ’ বলতে বোঝায় সেই ঐতিহাসিক অভিযোগ, যেখানে ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান শিশুদের হত্যার পর তাদের রক্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহারের মিথ প্রচার করা হয়েছিল। এটি মধ্যযুগ থেকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত চালু ছিল।
জাতিসংঘ-সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ক্লাসিফিকেশন এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষে আটকা পড়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রায় ৬ লাখ ৪০ হাজার মানুষ ‘বিপর্যয়কর খাদ্য-নিরাপত্তাহীনতা’ (ফেজ ৫) অবস্থায় পড়বে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ক্ষুধায় ২৮১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১১৪ জন শিশু।
কিন্তু এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় নেতানিয়াহু লেখেন: ‘ইসরাইলের কোনো নীতি দুর্ভিক্ষ সৃষ্টির জন্য নয়, বরং দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য। একমাত্র যারা গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে, তারা হলো ইসরাইলি জিম্মিরা। এটি আধুনিক রক্ত অপবাদ, যা পক্ষপাতের আগুনে ছড়িয়ে পড়ছে।’
তিনি আরও দাবি করেন, জুলাই মাসে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১,০১২টি সাহায্যবাহী ট্রাক সংগ্রহ করা হলেও মাত্র ১০টি গুদামে পৌঁছেছে, বাকিগুলো বিতরণের আগেই লুট হয়ে গেছে।
নেতানিয়াহু স্বীকার করেন যে সাময়িকভাবে সাহায্য ঘাটতি হয়েছিল, তবে তা ‘আকাশপথে সরবরাহ, সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেওয়া, নিরাপদ পরিবহন রুট এবং আমেরিকান কোম্পানি পরিচালিত বিতরণ কেন্দ্রের মাধ্যমে’ মোকাবিলা করা হয়েছে।
তবে বিবৃতিতে গাজার ওপর ইসরাইলের অবরোধের কথা উল্লেখ করা হয়নি—যা মার্চ মাসে যুদ্ধবিরতি-জিম্মি বিনিময় চুক্তি ভেস্তে যাওয়ার পর শুরু হয়েছিল।

