Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দু’জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম

ইসরাইলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দু’জন নিহত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইসরাইলের দাবি, রোববারের (২৪ আগস্ট) এই হামলা চালানো হয়েছে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে। হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যমও নিহত-আহতের তথ্য নিশ্চিত করেছে। খবর আল-আরাবিয়ার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র।

হুথি নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা জানায়, বর্বর ইসরাইলের হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি (ড্রোন) পাঠিয়েছে।’

এর আগে শুক্রবার হুথিরা দাবি করে, তারা ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ।

ইসরাইলি বিমানবাহিনীর এক কর্মকর্তা রোববার বলেন, ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত একাধিক সাব-মিউনিশন বহন করা হয়েছিল, যা আঘাতের পর বিস্ফোরণের উদ্দেশ্যে তৈরি। তিনি আরও জানান, ‘ইয়েমেন থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এটাই প্রথম।’

এদিকে ইসরাইলি হামলার মধ্যেও গাজার প্রতি সংহতি জানিয়ে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শীর্ষস্থানীয় হুথি নেতা আবদুল কাদির আল-মুরতাদা। তিনি বলেছেন, হুথিরা গাজার মানুষের প্রতি সংহতি জানাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইসরায়েলকে বুঝতে হবে, আমরা আমাদের গাজার ভাইদের কখনোই ত্যাগ করব নাএর জন্য আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম