Logo
Logo
×

ডাক্তার আছেন

শীর্ষস্থানীয় সার্জন ও চিকিৎসকদের নিয়ে পডিয়াট্রি অ্যাসোসিয়েশন

পায়ের যত্নে যুগান্তকারী পদক্ষেপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:২২ এএম

পায়ের যত্নে যুগান্তকারী পদক্ষেপ

বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল প্লাজায় পডিয়াট্রি অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। এজন্য পায়ের যত্নের ক্ষেত্রে বাংলাদেশে নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। 


দেশের শীর্ষস্থানীয় সার্জন ও চিকিৎসকরা সম্মিলিতভাবে গঠন করেছেন বাংলাদেশের প্রথম পডিয়াট্রি অ্যাসোসিয়েশন I 

এ উদ্যোগের লক্ষ্য সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং লিম্ব স্যালভেশন সমস্যাগুলোর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বারা সমাধান করা।


নতুন এই পডিয়াট্রি অ্যাসোসিয়েশন পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে, যা অঙ্গচ্ছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে।


বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল প্লাজায় পডিয়াট্রি অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নুরুল আলম। 


বক্তারা বাংলাদেশের পায়ের যত্নের ভবিষ্যৎ ও সর্বাধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

বিশ্ব পডিয়াট্রি দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম