Logo
Logo
×

মোবাইল

ট্রাম্পের ট্যারিফের কারণে কি আইফোনের দাম বাড়বে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম

ট্রাম্পের ট্যারিফের কারণে কি আইফোনের দাম বাড়বে?

বিশ্বের বহু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে তা আবার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তবে চীনের ওপর থেকে কোনো শুল্ক স্থগিত করা হয়নি। দেশটি থেকে পণ্য আমদানির ওপর এই মূহুর্তে ১২৫ শতাংশ শুল্ক জারি রয়েছে। 

অ্যাপল কোম্পানির ৮০ ভাগ আইফোন প্রস্তুত করা হয় চীনে। বাকী ২০ ভাগ প্রস্তুত করা হয় ভারতে। তাই এবার দ্বিগুনের চেয়ে বেশি বাড়তে পারে আইফোনের দাম। খবর বিবিসির।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের ওপর আরোপিত ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব পড়বে আইফোনের ভোক্তাদের ওপর। ভোক্তাদের ওপর থেকেই আদায় করা হবে এই টাকা। তবে এখনো এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি অ্যাপল কোম্পানি। 

ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম ইউবিএস বলছে, চীনের প্রস্তুত করা ২৫ জিবি স্টোরেজের নতুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার থেকে বেড়ে হতে পারে ১,৯৯৯ ডলার। 

তারা বলছে, ১২৮ জিবি স্টোরেজবিশিষ্ট আইফোন সিক্সটিন প্রো এর দাম ৯৯৯ ডলার থেকে বেড়ে হতে পারে এক হাজার ৪৬ ডলার। আর ‘মেইড ইন ইউএসএ’-এর আইফোনের দাম হতে পারে ৩,৫০০ ডলার।  

আইফোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম