Logo
Logo
×

শোক

হাদির মৃত্যু ঘিরে সবাইকে সংযত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

Icon

বাসস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

হাদির মৃত্যু ঘিরে সবাইকে সংযত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একই সঙ্গে সবাইকে সংযত থাকার, আইনের শাসন প্রতিষ্ঠার  এবং গণমাধ্যমসহ সবার সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। হাদির মৃত্যুতে শোকাহত বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্মতা পোষণ করেন কমনওয়েলথ মহাসচিব। হাদির পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

কমনওয়েলথ মহাসচিব আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেন।

সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম, দায়িত্বশীলতা ও বিদ্বেষ প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার জানিয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান তিনি।

এছাড়া কমনওয়েলথ মহাসচিব সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি সংকটপূর্ণ এই সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতা দেখানোরও অনুরোধ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম