Logo
Logo
×

জাতীয়

তেজগাঁও কলেজের সাবেক জিএস ওহাব আলী আর নেই

Icon

খিলক্ষেত (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম

তেজগাঁও কলেজের সাবেক জিএস ওহাব আলী আর নেই

আলহাজ ওহাব আলী সরদার। ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আলহাজ ওহাব আলী সরদার মারা গেছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় খিলক্ষেতে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যহ গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবার জানিয়েছে, ওহাব আলী সরদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার রাতে হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়।এরপর আজ দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান। বাদ মাগরিব  জানাজার পর তাকে দাফন করা হবে। 

ওহাব আলী সরদার তেজগাঁও কলেজের জিএস ছিলেন। এছাড়া তিনি কুর্মিটুলা হাইস্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যানসহ বটতলা জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। 

তেজগাঁ কলেজ সাবেক জিএস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম