নির্বাচনে ব্যয় ২৯৫৬ কোটি টাকা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদ নির্বাচনের বছরে বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য দুই হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন এবং বাকি ২২৯ কোটি টাকা উন্নয়ন খাতে ধরা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ওই নির্বাচন সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ টাকা বরাদ্দ করা হলো। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ ছিল এক হাজার ১৪২ কোটি টাকা। সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করেন। জাতীয় সংসদ কার্যকর না থাকায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সম্প্রচার করা হয়। বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। তিনি বলেন, গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনি ব্যবস্থার সংস্কারের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা এবং আদেশ সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির লক্ষ্যে ইসি ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করেছে।
ইসির যেসব খাতে বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন এবং এ সংক্রান্ত ডাটাবেইজ ও ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণ; জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি সীমানা নির্ধারণ; রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন পরিচালনা; জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ এবং সেবা দেওয়া।
