Logo
Logo
×

জাতীয় বাজেট ২০২৫-২৬

প্রতিরক্ষায় ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩৯ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৪৫৯ কোটি টাকার বেশি। তবে ওই সময় এই খাতে ৪২ হাজার ০১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ৫ দশমিক ২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৫ দশমিক ৩ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৫ দশমিক ৫ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৯ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা খাতের বরাদ্দ ছিল মোট বাজেটের ৬ দশমিক ২ শতাংশ। এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৭ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৭ কোটি টাকা।এদিকে ফোর্সেস গোল ২০৩০ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এ পরিকল্পনার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর আকার বৃদ্ধি, আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ ও সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষণ প্রদান। পরিকল্পনায় দেশীয় প্রতিরক্ষা শিল্পের ওপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম