রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের দুর্যোগ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের নির্বাচন সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার, ভাইস-চেয়ারম্যান ড. তাসনিম আজিম ও ট্রেজারার করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মো. রেজাউল করিমকে।
বোর্ডের সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আফজালুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দিন আহমেদ, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আরেফিন অমল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ মাস হবে। বর্ণিত সময়ের মধ্যে আবশ্যিকভাবে ম্যানেজিং বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
