ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
শাহবাগ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর চার দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারা দেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে—পুরো খুনি চক্রকে গ্রেফতার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
দাবিগুলো হলো—
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, এই চার দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, রোববার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সারা দেশে যে অবরোধ কর্মসূচি চলেছে, তা আজকের মতো প্রত্যাহার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সোমবার দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকার শহীদ হাদি চত্বরে (শাহবাগ) এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই লড়াই কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।
