আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম

মেরামত শেষে আদানির বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধের পর গত শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে দ্বিতীয় ইউনিটটিও।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং আদানি গ্রুপের কর্মকর্তারা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুটি ইউনিট থেকে ১৩৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
কারিগরি ত্রুটির কারণে গত ৮ এপ্রিল একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। কিন্তু একই কারণে এই ইউনিটটিও গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।বর্তমানে দুটি ইউনিট সচল রয়েছে।