পবিসের অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কড়া বার্তা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গণছুটির নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। উপস্থিত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সরকার এ বিষয়ে সংবেদনশীল জানিয়ে তিনি আরও বলেন, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত ও গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
নির্দেশনার ব্যত্যয় ঘটলে গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মোহাম্মদ শফিউল্লাহ।

