বদরুদ্দীন উমরের প্রতি যুগান্তর সম্পাদকের শ্রদ্ধা নিবেদন
শাহবাগ প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
শ্রদ্ধা নিবেদন করছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার
|
ফলো করুন |
|
|---|---|
লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
বৃষ্টি উপেক্ষা করে তিনি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তিনি কিছুটা সময় অতিবাহিত করেন এবং মরহুম বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে তার রূহের মাগফিরাত কামনা করেন।
এর আগে মরহুম বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মরহুমের লাশ জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতির সভাপতি জুনায়েদ সাকি, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি শফি রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওহাব, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি, সমাজ চিন্তা ফোরাম, মুক্তির মঞ্চসহ শতাধিক ব্যক্তি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান মরহুমের লাশের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।
৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
