Logo
Logo
×

জাতীয়

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এবার সপ্তাহে মাত্র দুদিন চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই সময়সীমা থাকবে, এ সময়ের বাইরে হাসপাতালের সীমানায় অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, হাসপাতাল কর্তৃক প্রদত্ত কোনো রোগীর তথ্য, প্রেসক্রিপশন বা ডকুমেন্টের ছবি তোলাও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত নোটিশে দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষা ও যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই আট দফা নির্দেশনা পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে। যদি কেউ এই নিয়ম অমান্য করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে যে সব পরীক্ষা বা ওষুধ সরবরাহ করা হয়, তা বাইরে থেকে করার বা কেনার সুপারিশ করা যাবে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা কোনো প্রতিষ্ঠানের প্যাডে রোগ নির্ণায়ক পরীক্ষা করা বা কোনো কোম্পানির নামের প্যাডে প্রেসক্রিপশন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কেবল সরকার অনুমোদিত বা সরবরাহকৃত সিল ব্যবহার করা যাবে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহারে কোনো বাধা নেই। এছাড়া বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত কোনো ওষুধের তালিকা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেবিলে রাখা যাবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম