মারুফ কামাল খান
হাসিনার বুলেট মোকাবিলা করা লড়াকুদের ডিম ছুঁড়ে কাবু করা যাবে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। পাশাপাশি আক্রান্ত হয়েও বিদেশে আশ্রিত সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আখতারকে ধন্যবাদ জানান তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি তাকে এ ধন্যবাদ জানান।
মারুফ কামাল খান বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়া বাংলাদেশী প্রতিনিধি দলের সদস্যদের ওপর ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগের লোকেরা শারীরিকভাবে হামলার চেষ্টা করেছে। এনসিপির নেতা আখতার হোসেনের পিঠে পেছন থেকে ডিম ছুঁড়ে মেরেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়েছে। বিমানবন্দরে নেমে তারা গাড়ির দিকে যাবার পথে এসব ঘটনা ঘটে। লীগের লোকেরা তাদের দিকে তেড়ে যায় এবং গালাগালি করে।
বিদেশে সংগঠিত হয়ে পূর্বপরিকল্পনা মোতাবেক এসব করা যায় উল্লেখ করে এই সিনিয়র সাংবাদিক বলেন, ‘এতে আক্রান্তদের অজনপ্রিয়তা প্রমাণিত হয় না। প্রতিবাদ-বিক্ষোভ করা যেতেই পারে। তবে রাজনীতি ও গুণ্ডামির মধ্যকার সীমানা রক্ষা করতে পারেনি ফ্যাসিস্ট হিসাবে জনবিদ্রোহে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।’
‘দেশে যে মবোক্রেসির তারা বিরোধী, সেই মবোক্রেসির আশ্রয় তারা নিজেরাই নিচ্ছে বিদেশের মাটিতে,’ উল্লেখ করেন তিনি।
মারুফ কামাল বলেন, ‘তাদের অতীত অপকাণ্ডের জন্য অনুশোচনাহীন এই গুণ্ডামি আওয়ামী অপরাজনীতিকে আরও বিচ্ছিন্ন করবে, তাদের প্রতি ঘৃণা আরও তীব্র করবে’।
আক্রান্ত এনসিপি নেতা আখতার হোসেনকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক এই প্রেস সচিব বলেন, ‘আখতারকে ধন্যবাদ আক্রান্ত হয়েও বিদেশে আশ্রিত সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। আখতার তার সমর্থকদের নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং বলেছেন, হাসিনার বুলেট মোকাবিলা করা লড়াকুদের ডিম ছুঁড়ে কাবু করা যাবে না’।
এক হামলাকারী আটকের বিষয়ে মারুফ কামাল বলেন, ‘হামলাকারীদের একজনকে অন্তত আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। বাংলাদেশ মিশন, কন্স্যুলেট ও দূতাবাসের প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থাকে ফের বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করালো এই হামলার ঘটনা। এই অঘটনের রাজনৈতিক প্রতিক্রিয়া দেশে কী হবে, সেটাই এখন দ্রষ্টব্য।’


