Logo
Logo
×

জাতীয়

অপরাধীরা রাজনৈতিক পরিচয়ে পার পাবে না: র‌্যাব মহাপরিচালক

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

অপরাধীরা রাজনৈতিক পরিচয়ে পার পাবে না: র‌্যাব মহাপরিচালক

একেএম শহিদুর রহমান। ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, যারাই অপরাধ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধীরা রাজনৈতিক দলের পরিচয়ে পার পাবে না। তারা দেশের শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি চায় না। সুতরাং তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, সেটা বিষয় না। 

বুধবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

র‌্যাব মহাপরিচালক বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড সবাই মিলে কাজ করে যাচ্ছি। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির নিজস্ব পাহারার ব্যবস্থা আছে। বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন থাকবে। 

তিনি বলেন, আমাদের দেশে সবসময় প্রত্যেক ধর্মের প্রতিটি ধর্মীয় উৎসব বেশ আনন্দ উৎসবমুখর পালন করা হয়। এর ধারাবাহিকতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে আমরা আশাবাদী। তবে দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশের কিছু অসুস্থ মন মানসিকতার লোক, কাপুরুষ গোপনে বিভিন্ন জায়গায় একটা সমস্যা তৈরির চেষ্টা করে। এ যাবৎ বাংলাদেশে প্রায় ১৪ থেকে ১৫ জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা প্রতিটি ক্ষেত্রেই আইনি ব্যবস্থা নিয়েছি। 

র‌্যাব মহাপরিচালক বলেন, আমরা যদি প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো এবং সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করি, তাহলেও ওই কাপুরুষরা সেই সুযোগটা পাবে না। আমরা চাই না কয়েকজন কাপুরুষ, বিকৃত রুচির মানুষের কারণে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিরূপ প্রভাব পড়ুক। আমরা সবাই মিলেমিশে এদের প্রতিহত করতে পারব, যাতে এরা কোনো সুযোগ না পায়। 

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সমস্যা তৈরির চেষ্টা চালায় তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সাইবার ওয়ার্ল্ডে সতর্ক আছে। 

সবার প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, আমরা যেন গুজবে কান না দেই। মিথ্যা গুজব যাতে আমাদের এ উৎসবে কোনোরকম প্রভাব না ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কোনো তথ্য পেলে, সেটা অবশ্যই যাচাই-বাছাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সত্যিই যদি কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। পাশাপাশি যারা এ মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর করিম প্রদীপ, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম