Logo
Logo
×

জাতীয়

সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কোথাও কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারণে সারে সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক।

পাশাপাশি চীনে প্রথমবারের মতো আম রপ্তানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে কাঠালও রপ্তানি করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম