শিক্ষার্থীদের পাশে কাগজবাড়ি, বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিনামূল্যে দেশব্যাপী শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছে ‘কাগজবাড়ি’ নামক একটি প্রতিষ্ঠান। ‘একসাথে বিশ্ব ছুঁই’ স্লোগান সামনে রেখে রেকর্ডের প্রস্তুতির অংশ হিসেবে দেশের দুর্গম অঞ্চলে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ শুরু করেছে ‘কাগজবাড়ি’।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চল বাঘুটিয়া ইউনিয়নের একাধিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৮৪ নম্বর পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বায়তুল ইহসান জায়েদিয়া দুধজানিয়া মাদরাসায় এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
কাগজবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে অবদান রাখাই তাদের মূল লক্ষ্য। শুধু দাতব্য কার্যক্রম নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করাও এই উদ্যোগের অংশ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৮৪নং পারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে অনেক সময় প্রয়োজনীয় খাতা-কলম কিনতে পারে না। কাগজবাড়ির এমন উদ্যোগ শিশুদের পড়াশোনার আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখবে।
এ বিষয়ে ১নং দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল্লাহ মিন্টো বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসংখ্য শিশু এখনো মৌলিক শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে। অনেক সময় অর্থাভাবে তারা খাতা-কলম পর্যন্ত কিনতে পারে না। এমন বাস্তবতায় তাদের পাশে দাঁড়িয়েছে ‘কাগজবাড়ি’ নামের এই প্রতিষ্ঠান। আমাদের শিক্ষার্থীরা খুব আনন্দিত। তাদের চোখেমুখে যে উচ্ছ্বাস দেখেছি, তাতে মনে হয়েছে— এই সহায়তা তাদের জন্য বিশাল অনুপ্রেরণা। আমরা কাগজবাড়ির এই উদ্যোগকে সাদুবাদ জানাই।
উল্লেখ্য, কাগজবাড়ি ইতোমধ্যেই বিশ্ব রেকর্ড ভাঙার মিশনে নেমেছে। ১২ ঘণ্টায় দেশের ১,৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার কেজি খাতা বিতরণের কর্মসূচি চলছে। এ ক্ষেত্রে ২০২২ সালে ভারতের গড়া ৫৬ হাজার কেজি খাতা বিতরণের রেকর্ড ভেঙে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

