Logo
Logo
×

জাতীয়

‘জাহান্নামের নিকৃষ্ট স্থানে পচুক সাকিব’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

‘জাহান্নামের নিকৃষ্ট স্থানে পচুক সাকিব’

সাকিব আল হাসান ও মীর স্নিগ্ধ। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তাকে ‘দালাল’ আখ্যা দেন নেটিজেনরা।

এছাড়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবের কড়া সমালোচনা করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও সাকিবের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক।’

‘কিন্তু — মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার’-যোগ করেন শহীদ মীর মুগ্ধর ভাই।

একইভাবে সাকিবের প্রতি ক্ষোভ জানিয়ে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী লিখেছেন, ‘সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি! কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম