Logo
Logo
×

জাতীয়

চিরনিদ্রায় শায়িত ড. তোফায়েল আহমেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

চিরনিদ্রায় শায়িত ড. তোফায়েল আহমেদ

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ফতেহপুর মদনহাটের জামতলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ড. তোফায়েল আহমেদকে।

এর আগে, আজ সকাল ৮টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে লাশ ফতেহপুরে পৌঁছায়। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়।

স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সি বরেণ্য এই শিক্ষাবিদ। হৃদরোগের চিকিৎসার জন্য মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তোফায়েল আহমেদকে। কথা ছিল হার্টে রিং পরানোর। কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম