Logo
Logo
×

জাতীয়

শাহবাগে মঞ্চ ২৪-এর প্রতিবাদ সম্মেলনে বক্তারা

ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে

Icon

শাহবাগ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে

বক্তারা বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতকে খুশি না রেখে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) তো দূরের কথা, পালানোর পথও পাওয়া যাবে না।

শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিপ্লব রক্ষায় ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে মঞ্চ ২৪-এর প্রতিবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়া। আরও উপস্থিত ছিলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কাজী আহনাফ তাহমিদ ও জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হুসাইন।

ব্রিগেডিয়ার (অব.) জিয়া বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রধান কারণ আমাদের অনৈক্য। আমাদের সব সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য বজায় রাখতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ফেনীতে ৯০০ একর জমি হাসিনা ভারতকে দিয়ে দিয়েছে। সেখানে কোনো বাংলাদেশি এখনো প্রবেশ করতে পারে না। এটা কোন যুক্তিতে? তিনি দেশের মানুষের চিকিৎসার জন্য দেশীয় চিকিৎসকরাই যথেষ্ট উল্লেখ করে বলেন, গত এক বছরে আমরা ভারত থেকে চিকিৎসা নেই না, তাতে কি আমাদের চলছে না? তিনি ভারতীয় আধিপত্যবাদ রুখতে হলে বন্ধু রাষ্ট্র চীন, পাকিস্তানের সঙ্গে সামরিক গাঁটবন্ধন করার আহ্বান জানান।

জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হুসাইন ভারতকে ‘চিরস্থায়ী শত্র“’ হিসাবে উল্লেখ করে বলেন, ভারতকে বুঝতে হলে শুধু ফেলানীর লাশের কথা মনে করলেই চলবে। কতটা নিষ্ঠুর তারা। 

লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান (বীরপ্রতীক) বলেন, ভারত মূলত মুসলিমবিদ্বেষী দেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ভারত নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। তাই তারা বাংলাদেশে বলিষ্ঠ নেতৃত্ব চায় না। এ থেকে মুক্তির একমাত্র পথ আমাদের একতা। 

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী অন্তর্র্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতকে খুশি রাখতে, ভারতের আজ্ঞাবহ হয়ে দেশ চালাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন না করলে তা হবে ২৪-এর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। 

শিক্ষাব্যবস্থা ভারতীয় নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি করে বক্তারা দেশের শিক্ষাব্যবস্থার ওপর ভারতীয় প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আমাদের বাচ্চাদের শিখাতে হবে ভারত আমাদের চিরস্থায়ী শত্র“। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম