Logo
Logo
×

জাতীয়

‘তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম

‘তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ’

ছবি: সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সংসদ ভবন এলাকা। সেখানে আগত জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। জুলাই যোদ্ধারাও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এই সংঘর্ষের মধ্যে আহত জুলাই যোদ্ধা আতিকের কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এই ঘটনা নিয়ে ফেসবুক সরব হয়েছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। জুলাই যোদ্ধা আতিকের ছবি শেয়ার দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদি লিখেছেন, ‘তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ! ওঠো, দাঁড়াও। নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশেরকেল্লার মতোন।’

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় আহত জুলাই যোদ্ধা আতিকের শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জ সহ্য করতে না পারায় কৃত্রিম হাত রেখেই সরে যান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম