Logo
Logo
×

জাতীয়

অভিযুক্ত সেনাসদস্যদের বিচার নিয়ে যা বললেন আমান আযমী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

অভিযুক্ত সেনাসদস্যদের বিচার নিয়ে যা বললেন আমান আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, আমি প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করিনি। আমি মামলা করেছি মূলত দেশবাসীকে একটা ম্যাসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে; তাদের কাছে আমি ম্যাসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে, কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। তাদের ওপর জুলুম হোক, অন্যায়-অবিচার হোক এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক। তাদের যা বলার সেটা বলার সুযোগ পাক। আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন সুবিচার করেন, সেটাই আমি চাই। যে যতটুকু করেছে সে যেন ততটুকু তার পাওনা পেয়ে যায়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে তিন অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ট্রাইব্যুনালের সামনে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় বুধবার (২২ অক্টোবর) সকালে আজমী এসব কথা বলেন।

আবদুল্লাহিল আমান আযমী আরও বলেন, আমি দ্বিতীয়ত আরেকটা কথা বলতে চাই, সেনাবাহিনীর যে ২৫ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদের কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে অপরাধ করার কারণে ওয়ারেন্ট ইস্যু করা হয়নি। তারা সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে এগুলো করেছে। 

তিনি বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র‌্যাবে যুক্ত হয়ে এসব অপকর্ম করেছেন। তবে তাদের সংখ্যা শতাংশেরও কম। তাই তাদের অপকর্মের দায়ভার পুরো সেনবাহিনীকে দেওয়া যাবে না। শুধু অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম