Logo
Logo
×

জাতীয়

আসিয়ানে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০৪ এএম

আসিয়ানে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় সদ্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। ছবি: সংগৃহীত

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে ভূরাজনৈতিক জটিলতাই এ পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় সদ্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

সম্প্রতি কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও প্রবাসভিত্তিক গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন।

এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে পারে। তবে ইস্ট তিমুরের মতো পূর্ণ সদস্যপদ পাওয়া কঠিন। এজন্য আসিয়ানের সব সদস্য রাষ্ট্রের সমর্থন ও আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যেহেতু এখনও সেক্টরাল ডায়ালগ পার্টনার নয়, তাই এবারের ৪৭তম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ সম্ভব হয়নি। তবে আমরা এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছি, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।’

মালয়েশিয়ায় শ্রমবাজার প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত মন্তব্য করা সময়োচিত নয়। তবে এ বিষয়ে ভুল তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে আমাদের মালয়েশিয়া সরকারের কাছে ব্যাখ্যা দিতে হয়। তাই শ্রমবাজার সম্পর্কিত সংবাদ যাচাই-বাছাই করে প্রচার করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও জানান, ‘বর্তমানে মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত প্রায় ১৫ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। সাংবাদিকরা প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলে তাদের সমস্যা ও সম্ভাবনা দুটোই দৃশ্যমান হয়। এতে দূতাবাস ও প্রবাসীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হয়।”

প্রবাসী সাংবাদিকদের উদ্দেশে হাইকমিশনার বলেন, “অনেক সময় প্রবাসীরা সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নেন বা মধ্যস্বত্বভোগীদের দ্বারা প্রতারিত হন। সাংবাদিকদের উচিত, এসব বিভ্রান্তি দূর করে প্রবাসীদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া।’

অনিয়মিত প্রবাসীদের বৈধতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে মালয়েশিয়া সরকারের এখতিয়ারে।”

সভায় ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সাংবাদিকরা নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম