Logo
Logo
×

জাতীয়

আদিলুর রহমান

পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

টঙ্গীতে অবস্থিত এটলাস বাংলাদেশ লিমিটেডে ‘এটলাস ইভি’ ব্রান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: যুগান্তর

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বর্তমান সরকার গ্রিন মবিলিটি বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।  ‘এটলাস বাংলাদেশের’ মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রায়ক প্রতিষ্ঠানের এই উদ্যোগটি ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। 

বুধবার (৫ নভেম্বর) সকালে টঙ্গীতে অবস্থিত এটলাস বাংলাদেশ লিমিটেডে ‘এটলাস ইভি’ ব্রান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এটলাস ইভি’ ইলেকট্রিক মোটরসাইকেল কার্বন নিঃসরণ কমিয়ে আনবে ও জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা পৌঁছে দেবে। ’ 

উদ্বোধন শেষে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। 

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) মু. আনোয়ারুল আলম, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান, বিএসইসি, এটলাসের মার্কেটিং ও ব্র্যান্ড অ্যাডভাইজার এবং ঢাবির আইবিএ’র অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম