Logo
Logo
×

জাতীয়

২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এখন চিরদিনের জুলাই: প্রেস সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম

২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এখন চিরদিনের জুলাই: প্রেস সচিব

অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠন এবং তাদের ‘গণহত্যাকারী নেতা’ মনে করছেন, যেন আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ফিরে এসেছে।

সোমবার (১০ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তারা কল্পনা করছে—দুপুরের আলোয় ডজনখানেক মানুষ হত্যা করে হাজার হাজার সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ঢাকার কেন্দ্র দখল করবে। কিন্তু দুঃখিত—এটা এক নতুন বাংলাদেশ। 

তিনি আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো ধরনের বিক্ষোভ বা সহিংসতার চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করতে যাবেন না। 

পোস্টের শেষাংশে প্রেস সচিব স্মরণ করিয়ে দেন, এখন আর ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়—এখন চিরদিনের জুলাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম