Logo
Logo
×

জাতীয়

ফ্যাক্ট চেকিং নিয়ে যুগান্তরে কর্মশালা অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

ফ্যাক্ট চেকিং নিয়ে যুগান্তরে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার (বামে) ও নির্বাহী সম্পাদক এনাম আবেদীন। ছবি: যুগান্তর

মিথ্যা ও বিকৃত তথ্য শনাক্তে অনলাইন কর্মীদের দক্ষতা বাড়াতে যুগান্তর অনলাইনে এমআরডিআই-এর উদ্যোগে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় যুগান্তরের মিটিং রুমে এই কর্মশালার প্রথম সেশন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ৩টায় যুগান্তর অনলাইনের নিউজরুমে হয় দ্বিতীয় সেশন। 

কর্মশালায় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত ভুয়া ছবি, ভিডিও ও মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে। নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সময়ে এসব তথ্য আরও তীব্র হয়। সঠিক তথ্য শনাক্ত ও যাচাইয়ের কৌশল জানা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, গণমাধ্যমও ঝুঁকিতে পড়ে। আজকের এই কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে যেসব কৌশল শিখলেন, তা বাস্তব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ যত দ্রুত হচ্ছে, বিভ্রান্তিকর তথ্যও ঠিক তত দ্রুত ছড়াচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাক্ট চেকিং শুধু একটি দক্ষতা নয় বরং এটি এখন সাংবাদিকতার অপরিহার্য অংশ। যুগান্তর অনলাইন টিমকে এ বিষয়ে প্রশিক্ষিত করতে এমআরডিআই-এর এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী।

কর্মশালাটি পরিচালনা করেন যুগান্তর যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন ইনচার্জ) আতাউর রহমান এবং এমআরডিআই ফ্যাক্ট চেকিং টিমের হাসান আল মানজুর ও মো. আদনান।

আতাউর রহমান কর্মশালাটির প্রথম অংশে ফ্যাক্ট চেকিং কী, ফেকিং নিউজ, গুজব, মিসইনফরমেশন, ম্যালইনফরমেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। 

কর্মশালায় অংশ নেন যুগান্তর অনলাইনের সংবাদকর্মীরা। ছবি: যুগান্তর

হাসান আল মানজুর ফ্যাক্ট চেকিংয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন টুল, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকড ইন) সার্চ, সঠিক ব্যক্তি শনাক্ত করা ও অনলাইনে তথ্যের যাচাই, নিউজ ও ছবি যাচাইয়ের কৌশল তুলে ধরেন। 

দ্বিতীয় অংশে নির্বাচনের সময় কিভাবে ফেইক নিউজ ও ভিডিও ছড়ায় এবং তা যাচাইয়ের কৌশল ও গাইডলাইন, ডিজিটাল মিডিয়ায় এআইয়ের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়গুলোর প্রায়োগিক ব্যবহার দেখান মো. আদনান।

কর্মশালায় যুগান্তর অনলাইনের দুই শিফটের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম