Logo
Logo
×

জাতীয়

শুক্রবার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

শুক্রবার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (২৮ নভেম্বর) দুই ঘণ্টা গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ী, শফিপুর ও চন্দ্রা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

তিতাস এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল  বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকবে। এ কারণে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে  তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম