Logo
Logo
×

জাতীয়

সুখবর পেলেন দুদকের ৩ কর্মকর্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

সুখবর পেলেন দুদকের ৩ কর্মকর্তা

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) উপপরিচালক হিসেবে কর্মরত তিন কর্মকর্তাকে পরিচালক পদে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 

পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন— এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেনকে পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমান পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) এবং মো. মনিরুজ্জামানকে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে পরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম