পরিবেশবান্ধব শিল্পায়ন না হলে বড় ধাক্কা খাবে রপ্তানি খাত
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা, সোলার ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া গ্রীন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়। গ্রীন সার্টিফিকেশন ছাড়া রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় তিনি এ কথা বলেন। গভর্নর ড. আহসান এইচ মনসুর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য পরিবেশবান্ধব শিল্পায়নের উপর জোর দিয়েছেন।
গভর্নর বলেন, দেশের বর্তমান ভ্যাট কাঠামোর বিকৃতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা। ক্ষুদ্র উদ্যোক্তা ৭ বা ১০ শতাংশ ভ্যাট দিলেও সেই ট্যাক্স ক্রেডিট পান না। ফলে ইন্টিগ্রেশন ও উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয়।’
ঋণ বিতরণ ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে ড.মনসুর বলেন, ‘ঋণ বন্টনে দক্ষতা না থাকলে বরাদ্দ ২ হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাবে। ঋণ রিভলভিং ফান্ড হিসাবে ফেরত আসা জরুরি। না হলে চ্যানেল বন্ধ হয়ে যাবে।’
চাহিদা তৈরির গুরুত্বকেও বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, বাজার তৈরি না করলে সরবরাহ বাড়িয়ে কোন লাভ হবে না। অনলাইন প্লাটফর্মে প্রতিটি উদ্যোক্তার আলাদা প্রোফাইল, শপিং কার্ড এবং রিয়েল-টাইম তথ্য টাকা জরুরি।’
তিনি মনে করেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য অনলাইন ও পেপ্যালের মতো প্লাটফর্ম ব্যবহার করা সময়ের দাবি। গভর্নর বলেন, ‘চীনের পণ্য আমেরিকা থেকে কেনা যায়, তাহলে বাংলাদেশের জামদানি কেন বিদেশে বসে কেনা যাবে না?’
তিনি বলেন, ‘ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা অসীম। সঠিক নীতি প্রয়োগে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।’
এছাড়া বিসিক সম্মেলন কক্ষে দুপুর ১২ টায় ‘৬৯ বছরে বিসিক: অর্জন সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিসিকের নানা কার্যক্রমের প্রসঙ্গ উঠে আসে এবং অংশগ্রহণকারীরা তা নিয়ে আলোচনা করে।
