দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় বিনিয়োগের আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দারিদ্র্য কমাতে প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
|
ফলো করুন |
|
|---|---|
দারিদ্র্য কমাতে প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সেক্টরভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি হলে কর্মসংস্থান বাড়বে, কমবে দারিদ্র্যের চাপ।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ছোয়াব আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন, জনসংখ্যাই হতে পারে দেশের বড় সম্পদ—তবে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা জানান, সম্পদের সুষম বন্টন ও মানবিক কার্যক্রম জোরদার করলে দারিদ্র্য আরও কমানো সম্ভব।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাবির ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। সভাপতিত্ব করেন ছোয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আশরাফ হোসেন।

-69351d0e177c4.jpg)