Logo
Logo
×

জাতীয়

রোমানিয়ার ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম

রোমানিয়ার ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে রোমানিয়ায়।

বাংলাদেশিদের শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সুবিধা ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগে এসব ভিসার আবেদন কেবলমাত্র নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাসে জমা দেওয়ার সুযোগ ছিল।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন কুয়ালালামপুর (মালয়েশিয়া), হ্যানয় (ভিয়েতনাম) এবং ব্যাংকক (থাইল্যান্ড)—এই তিন দেশে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও জমা দিতে পারবেন। 

নতুন এ সিদ্ধান্তের ফলে আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী নিকটস্থ দেশ থেকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম