Logo
Logo
×

জাতীয়

ইকো ট্যুরিজমকে নষ্ট করার অধিকার কারো নেই: উপদেষ্টা সুপ্রদীপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ এএম

ইকো ট্যুরিজমকে নষ্ট করার অধিকার কারো নেই: উপদেষ্টা সুপ্রদীপ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই বৈচিত্র্যময় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও মানুষের জীবনমান রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অডিটোরিয়ামে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মজা করে বলেন, বাংলাদেশের কোথাও মাউন্টেইন দেখি না, দেখি শুধু হিল, এ জন্য নামও রেখেছেন চিটাগাং হিল ট্র্যাক্টস। 

তিনি আরও বলেন, বাংলাদেশের ৬১ জেলার সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলের এই পরিবেশে সবকিছু খাপ খাওয়ানো সম্ভব না। পাহাড়ের মানুষের জীবন-জীবিকার ভিত্তি হলো এর নিজস্ব পরিবেশ।

তিনি আরও বলেন, যুগ যুগ ধরে জলবায়ু পরিবর্তনের সঙ্গে পার্বত্য অঞ্চলের মানুষের খাপ খাওয়ানোর প্রবণতা আগে ছিল সহনশীল। ন্যাচারালি যা কিছু ঘটে তা মানুষ টলারেট করতে পারে। যখনই ন্যাচারালির পরিবর্তে সেখানে অন্য কোনো কৃত্রিমতাকে দাঁড় করানো হয়, তখনই ঘটে বিপত্তি।

এ প্রসঙ্গে উপদেষ্টা ২০১৭ সালে ঘটে যাওয়া ল্যান্ডস্লাইডকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইকো ট্যুরিজমকে নষ্ট করার অধিকার কারো নেই। তিনি কাপ্তাই লেকের সৌন্দর্য্য নষ্ট হওয়ার জন্য বর্তমান সময়ের অসচেতনতা ও অসাবধানতাকে দায়ী করেন। এ সংক্রান্ত সংশ্লিষ্ট সবার আচরণে পরিবর্তন আনার ইঙ্গিতও দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দিবসটি এদিন রাজধানীতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম