Logo
Logo
×

জাতীয়

হাদির অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

হাদির অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারের প্রাক্কালে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক) ভর্তি আছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। এখন রক্তচাপ কিছুটা উন্নত হয়েছে। তবে তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে।

ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল আল নোমান ঢামেকে সাংবাদিকদের বলেন, প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে চড়ে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদি কানের নিচে গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. শরিফ জানান, আনুমানিক দুপুর আড়াইটার দিকে চারজন লোক আহত শরিফ ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি তখন জরুরি বিভাগ গেটের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং দ্রুত তাদের সহযোগিতা করেন।

তিনি জানান, আহত ব্যক্তির পুরো মুখ রক্তাক্ত ছিল, জামাকাপড় রক্তে ভিজে যায় এবং ডান কানের পাশের চোয়াল ও কানের পাশে ক্ষতচিহ্ন দেখা যায়। তখন তার কোনো জ্ঞান ছিল না।

এর আগে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম