জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন আজহারীর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তুলেন তিনি।
স্ট্যাটাসে মিজানুর রহমান লেখেন, ‘রক্তাক্ত জুলাই-পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’
নিজ স্ট্যাটাসের কমেন্টে তিনি আরও বলেন, ‘এ ঘটনা গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। সরকার ও প্রশাসনকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। জনমনে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ কাম্য।’
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
