রেডিয়েন্ট ফার্মার প্রথম ভেন্ডর সম্মেলনে বক্তারা
ওষুধশিল্পের উন্নয়নে পারস্পরিক অংশীদারিত্বের বিকল্প নেই
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ওষুধশিল্পের উন্নয়ন এবং ভিশন ২০৩০ বাস্তবায়নে অংশীদারদের মধ্যে সহযোগীতা বিস্তৃত করতে হবে। এজন্য উৎপাদক এবং সরবরাহকারীদের পারস্পরিক অংশীদারিত্বের বিকল্প নেই। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে প্রথমবারের মতো ‘ভেন্ডর কনফারেন্স ২০২৫’ এ বক্তারা এসব কথা বলেন। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে শতাধিক উৎপাদক ও সরবরাহকারী এই কনফারেন্সে অংশ নেন।
শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘শক্তিশালী অংশীদারিত্ব, টেকসই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস খাতের উন্নয়নে উৎপাদক ও সরবরাহকারীর অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিদ্যমান স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার, সম্ভাব্য নতুন অংশীদারদের কাছে রেডিয়েন্টের মান ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে ধরা, প্রকল্প ও ক্রয় পরিকল্পনা শেয়ার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশলের গুরুত্ব উপস্থাপন করা হয়।
কনফারেন্সে বক্তব্য রাখেন—রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, নেভিয়ান লাইফসায়েন্স ও ফার্মাসিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো.মুসাওয়াত শামস জাহেদী, ফার্মেক টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মি. কিংলেন কং, কিলু অ্যান্টিবায়োটিকস এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস কেলি ঝাং, ম্যাক্সিম ফার্মার চিফ অপারেটিং অফিসার মি. বিশাল ডোকা, লি ফার্মার জেনারেল ম্যানেজার মি. এস কে ভাট, টিএসআই গ্রুপের সিনিয়র সেল্স ডিরেক্টর মি. কেভিন লি, কেরি ইনগ্রেডিয়েন্টস এর কর্মাশিয়াল ডিরেক্টর মি. রমেশ চোনাথ, বিএএসএফ বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুল হাসান এবং কালারকন বাংলাদেশের ন্যাশনাল সেল্স ম্যানেজার কাজী মৃনাল আহমেদ।
এছাড়া পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থাপনার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
কনফারেন্সে রেডিয়েন্টের গুণগত মান, অংশীদারিত্ব ও ভবিষ্যৎ ভিশন নিয়ে মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “পণ্য, উৎপাদন ও শৃঙ্খলের গুণগত মান নিশ্চিতে রেডিয়েন্ট প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিত। সর্বোচ্চ মানের সেবা ও পণ্যের মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছ রেডিয়েন্ট।
রেডিয়েন্টের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ইতোমধ্যে ‘ভিশন ২০৩০’ নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উৎপাদক ও সহযোগীদের এই ভিশন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। ভিশন ২০৩০-এর পর ধাপে ধাপে ২০৪০ এবং তার পরবর্তী পরিকল্পনা নিয়েও ভাবনার কথা জানান তিনি।
কনফারেন্সে অংশ নেওয়া উৎপাদক ও সরবরাহকারীদের উদ্দেশে তিনি বলেন,’আপনারা কেবল আমাদের সরবরাহকারী নন, আপনারা আমাদের সহযোগী। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের অগ্রগতি সম্ভব নয়। আপনাদের আন্তরিকতা, দক্ষতা ও সদিচ্ছার সহযোগিতাই রেডিয়েন্টকে লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।”
তিনি আরও বলেন, ‘আগামী দিনে রেডিয়েন্টের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যকার এই অংশীদারিত্ব আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতা নতুন গতি পাবে।’
